রবিবার থেকে ২৫ জুলাই পর্যন্ত ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী কোরবানির পশু অর্ডার করলে নির্দিষ্ট সময়ে তা পৌঁছে দিবে ‘অথবা ডটকম’।
এছাড়া অথবা ডটমের হেল্পলাইন ০৯৬১৩৮০০৮০০ ফোন করেও অর্ডার করা যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অথবা ডটকমে দেশি, ইন্ডিয়ান, নেপালি, অস্ট্রেলিয়ান, দেশি অক্সসহ প্রায় ১০ জাতের ৭৬ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৪ লাখ ৫০ হাজার টাকার গরু পাওয়া যাবে। এছাড়া ৯ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে ছাগল ও পাওয়া যাবে অনলাইন এ হাটে।
প্রতিষ্ঠানটি জানায়, পণ্য অর্ডার করতে হলে ক্রেতাদের ২০ শতাংশ অগ্রীম মুল্য পরিশোধ করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মুল্য পরিশোধ করা যাবে।
এছাড়াও ক্যাশ অন ডেলিভারি বা পণ্য হাতে বুঝে পেয়ে বাকি টাকা পরিশোধের সুবিধাও রয়েছে। সেই সাথে একজন ক্রেতারা চাইলে খামারে গিয়ে কোরবানির পশু দেখে আসতে পারবেন।
অথবা ডটকমের পক্ষ থেকে কোরবানির পশু ক্রেতাদের বাড়িতে ফ্রি হোম ডেলিভারি দেয়া শুরু হবে ২৬ জুলাই থেকে ঈদের আগের দিন পর্যন্ত।
সেইসাথে, ক্রেতার চাহিদা অনুযায়ী নির্দিষ্ট মুল্য পরিশোধের মাধ্যমে ইসলামিক রীতি মেনে কোরবানি সম্পন্ন করে বাসায় কোরবানির গোশত পৌঁছে দেয়ার ব্যবস্থাও রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।